সাভারে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

সাভারে নবম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে পৌর এলাকায় জামসিং মহল্লায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রাতে নবম শ্রেণির ওই ছাত্রীকে জামসিং এলাকায় একটি বাড়িতে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে শরিফ মিয়া নামের এক যুবক। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানায়। রাতেই অভিযুক্ত যুবককে প্রধান আসামি করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর