সাভার প্রতিনিধি:
এস এস সি,দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজু আহমেদ। আজ এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। তিনি বলেন, এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় আশানুরূপ ভাল ফলাফল লাভ করে মেধার স্বাক্ষর রাখায় তোমাদের সকলকে অভিনন্দন। তোমরা আজকে প্রত্যাশিত ফল লাভ করে নিঃসন্দেহে নতুন ভুবন গড়ার প্রত্যয়ে বিভোর। তোমাদের ফলাফলে মা-বাবা, শিক্ষকদের সাথে আমিও আনন্দিত। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে বিজয়ী হয়েছো, সামনে অপেক্ষা করছে আরো নতুন নতুন লড়াই, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার লড়াই, যেখানে তোমাদেরকে জিততেই হবে। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি নিজেদের সৎ, ধার্মিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তোমরা জাতি গঠনে গঠনমূলক ভূমিকা পালন করতে পারো। এবারে যারা এস এস সি,দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো আমি তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।