মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোণিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ওই শ্রমিক কলোনীর প্রায় দশটিরও বেশি আধাপাকা ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত দশ জন।
সোমবার রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার আনোয়ারের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ওই শ্রমিক কলোনির একটি ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় দশটিরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শ্রমিকদের ঘরে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে যাওয়ায় তারা নিস্ব হয়ে পড়েছে।