মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে একটি বাড়িতে বেড়াতে আসা এক নারী অপর একটি বাড়ির পাঁচ মাস বয়সী শিশুকে চুরি করে নিয়ে গেছেন। এ ঘটনায় শিশুটির বাবা দুই জনকে আসামি করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শিশু সন্তান চুরি হয়ে যাওয়ায় বাবা-মা পাগলপ্রায়। সোমবার দুপুরে সাভারের বিনোদবাইদ এলাকা থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যান এক নারী।
শিশুটির পরিবার জানায়, দুপুরে প্রতিদিনের মত তাদের পাঁচ মাস বয়সী শিশু সামাদকে ভাড়া বাসায় শিশুর নানী জামেনা খাতুনের কাছে রেখে কাজে চলে যান বাবা-মা। শিশুটির নানী পাশের বাড়িতে বেড়াতে আসা নারী তারামিন আক্তার মিমের কাছে রেখে গোসল খানায় কাপড় ধোয়ার জন্য যান। এ সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
শিশুটির নানাী ঘরে এসে দেখেন শিশুসহ ওই নারী পালিয়ে গেছেন। পরে তার বাবা-মাকে খবর দিলে তারা এসে রাতেই তারামিন আক্তার মিমকে প্রধান আসামি করে দুই জনের নামে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply