ইস্ট ডেল্টা এনএস গার্ডেন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন মধ্যবিত্তের আয়ত্তে মিলছে স্বপ্নের ফ্ল্যাট

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৪০ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

স্বল্প মূল্যে মধ্যবিত্তের আবাসন নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেড। এরই ধারাবাহিকতায় বায়েজিদ মোহাম্মদ নগর আলমগীর সড়কে ইস্ট ডেল্টা এনএস গার্ডেনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সীমিত সময়ের জন্য দারুণ অফার থাকছে এ প্রকল্পে। মাত্র ১৮ মাসের মধ্যে প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর করা হবে।
বায়েজিদ থানার মোহাম্মদ নগর আলমগীর সড়কে ইস্ট ডেল্টা এনএস গার্ডেন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে ভূমি মালিক আলহাজ্ব নুরুল আলম ফিতা কেটে প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন করেন।
প্রকল্পের উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবদুল আজিজ, আমিন জুট মিল ননসিবিএ সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, লায়ন মো. আবু সালেহ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নগর ব্যবসায়ী সমিতির নেতা মোহাম্মদ মীর হোসেন মিলন, মো. মনসুর আহমেদ, শিবলু আহমেদ জামাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর