আসন্ন নির্বাচনে জয়ী হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চান মমিনুল ইসলাম

এম এস হিমেল বাঘা(রাজশাহী),প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১১১ বার পঠিত

এম এস হিমেল বাঘা(রাজশাহী),প্রতিনিধি।

বাঘা পৌরসভা নির্বাচন সামনেই। উক্ত নির্বাচনকে সামনে রেখে বাঘার সকল শ্রেণির মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সকল স্তরের মানুষের এই উৎসাহ উদ্দীপনার খোরাক হয়ে উঠেছে বাঘা উপজেলার উত্তর মিলিক বাঘার কৃতীসন্তান, বিশিষ্ট সমাজসেবক, সাবেক ৭ নং ওয়ার্ড কমিশনার ও দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম ।
বাঘা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী মমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ব্যক্তি স্বার্থে কোন ফায়দা হাসিল নয়, জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের ভালোবাসা নিয়ে তাদের পাশে থেকে সেবা করতে চাই, নিজের অবস্থান আরো সুসংহত করতে আমি প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছে ছুটে চলেছি। সমাজের অবহেলিত ও নির্যাতিত নারী সমাজের পক্ষে কাজ করতে চাই। আমাদের সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও যৌতুক নামক ব্যধি মুক্ত করার জন্য কাজ করব।আমি সব সময় মানুষের সেবায় নিয়োজিত থেকেছি,আগামীতে সবসময় তাদের পাশে থেকেই সুখ-দুঃখের অংশীদার হতে চাই। তাই সবসময় জনতার পাশে থাকতে, জনতার সেবক হতে জনপ্রতিনিধি হয়ে কাজ করা অনেক প্রয়োজন বলে মনে করি।
এছাড়াও তিনি আরো বলেন,”জনসেবাও একধরনের ইবাদত। তাই আমি নির্বাচনে জয়ী হয়ে সমাজসেবায় নিয়োজিত থাকতে চাই।
তিনি এলাকাবাসীর সকল ধর্মের মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
এছাড়া বর্তমানে প্রচার প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে তাকে কমিশনার হিসেবে দেখতে চেয়ে অসংখ্য ব্যক্তি প্রচারণা চালাচ্ছেন। একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানায়, উক্ত বাঘা পৌরসভা নির্বাচনে মমিনুল ইসলাম ৭নং ওয়ার্ড কমিশনার হিসেবে যোগ্য প্রার্থী। আমরা তাকে ঘিরে প্রচারণায় নেমেছি আর তাকেই নির্বাচনে কমিশনার হিসাবে দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর