এম এস হিমেল বাঘা ( রাজশাহী),প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর রাজশাহীর বাঘা উপজেলাধীন পৌরসভা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ সুইট (৩৫) কে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দায়িত্বে পূনর্বহাল আদেশ জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর রাজশাহী জেলার অন্তর্গত বাঘা উপজেলার পৌর শাখার সভাপতি শাহিন আলম ও সাধারণ সম্পাদক জুবাইদুল হক যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আদেশটি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঘা পৌর যুবলীগের এক সিদ্ধান্ত মোতাবেক সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাঘা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ মাহমুদ (সুইট), পিতা- মোঃ সাজেদুর রহমান, গ্রাম- মুর্শিদপুর, ডাকঘর-বাঘা, উপজেলা-বাঘা, জেলা – রাজশাহীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ায় তার ওপর আরোপিত সাময়িকভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে পুর্ণবহাল করা হলো। আমরা তাহার সার্বিক মঙ্গল কামনা করি।
উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা সাজ্জাদ মাহমুদ সুইট এর পরিবার ১৯৭১ সালের পরবর্তী সময় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। উপজেলা জুড়ে তার পরিবারের একটি ক্লিন ইমেজ রয়েছে। সাজ্জাদ মাহমুদ সুইট এর পরিবার জন্মগত ভাবেই আওয়ামীলীগ পরিবার বলা হয়।তাঁর পিতা ও চাচা এজেট আওয়ামীলীগের দুঃসময়ের নিবেদিত নির্যাতিত আওয়ামীলীগ নেতা ছিলেন। বাঘা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির প্রায় সকল নেতা সুইট এর চাচা এজেট এর সাথে আ’লীগের পূর্ব পরিচিত রয়েছে। সেই সুবাদে সাজ্জাদ মাহমুদ সুইট উপজেলা ব্যাপী সকলের পরিচিত মুখ এজেট এর ভাতিজা।