মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
৬ মাস পর সাভার উপজেলা তাঁতীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ১ ডিসেম্বর রাতে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন ও ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহাজাদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী তিন বছরের জন্য সাভার উপজেলা তাঁতীলীগের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
মোঃ আবু সাঈদ কে সভাপতি ও শংকর সূত্রধর জনি কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সান সরকার, সহ-সভাপতি নাছির উল্লাহ, সহ-সভাপতি মনু চন্দ্র দাস, সহ-সভাপতি শাহীন সুমন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো জহির ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম , সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ হাসান পিয়াস, অর্থ সম্পাদক মোঃ রাজু আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কবির হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সুমন, আইন সম্পাদক মোঃ দিলসাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাজু মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মজনু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়াসিম সরকার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ সৈকত, প্রশিক্ষণ ও পরিকল্পনা সম্পাদক মোঃ হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক মো নুরুল ইসলাম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক, উপ দপ্তর সম্পাদক মোঃ বাবু, সদস্য মোঃ ইউসুফ মোল্লা, সদস্য মোঃ নবী চাঁন, সদস্য মোঃ রতন হোসেন পিয়াস, সদস্য সজল দাস, সদস্য মোঃ এনামুল, সদস্য মোঃ রনি, সদস্য মোঃ রবিন ও সদস্য মোঃ স্বপন ।
ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন জানান, যাচাই-বাছাই শেষে দলের ত্যাগী ও পরিশ্রমী কর্মীদেরকে মূল্যায়ন করে সাভার উপজেলা তাঁতীলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহাজাদা বলেন, ‘এ কমিটি দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করবে।