বাগমারা প্রতিনিধিঃ
বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে শুক্রবার বিকেলে বাগমারা উপজেলা যুবলীগের উদ্যোগে প্রচার মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন প্রামানিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর এর পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল,সহ সভাপতি মতিউর রহমান টুকু,সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সদস্য হাবিবুর রহমান মটর,উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু,সাধারণ সম্পাদক জাহানারা বেগম,ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু,যুগ্ম সাধারণ কামরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন।
এ সময় উপস্থিত ছিলেন গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন,ঝিকরার সভাপতি মোশারফ হোসেন,যোগীপাড়ার সভাপতি মাহাবুর রহমান মিঠু,হামিরকুৎসার সভাপতি শাহ রেজা আলী ইমন,গোয়ালকান্দির সভাপতি সোহেল রানা,সম্পাদক আতাউর রহমান শ্যামল,দ্বীপপুরের সবুজ, বাসুপাড়ার নাহিদ হাসান,যুবনেতা জহুরুল ইসলাম,আব্দুল মালেক, সুজন,শরিফ,রানা,গোলজার, হিটলার, শিমুল,রনি,মাসুদ রানা,সাবেক ছাত্রলীগ নাদিরুজ্জামান মিলন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়ায় ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় শুরু থেকেই কাজ করছে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিকে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি দ্বারা চলছে জেলা কৃষক লীগের দলীয় কার্যক্রম।