কুদরত আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক,বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রুহিয়া থানার আয়োজনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন, এস আই সজলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর সার্কেল অফিসার রাজিয়া সুলতানা। এসময় আরও উপস্থিত ছিলেন রুহিয়া থানা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আমিনুল হক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মবিরুল হক বাবু, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন নারী নির্যাতন, বাল্য বিবাহ, আত্মহত্যা ও মাদক প্রতিরোধকল্পে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
Leave a Reply