এম এস হিমেল বাঘা(রাজশাহী),প্রতিনিধি।
রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলাধীন পদ্মা নদীর বামতীরের স্থাপনাসমূহ ভাঙ্গন হতে রক্ষা প্রকল্পের ড্রেজিং কাজের শুভ উদ্ভোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।
শনিবার (৩ডিসেম্বর) দুপুর ১২টায় পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুড় পদ্মা নদীর বাঁধ সংলগ্ন স্থানে পানি উন্নয়ন বোর্ড রাজশাহী কর্তৃক আয়োজিত ড্রেজিং কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে মোঃ শফিকুল ইসলাম শেখ নির্বাহী প্রকৌশলী রাজশাহী পওর বিভাগ, বাপাউবো, রাজশাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের সাংসদ আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী,উত্তর পশ্চিমাঞ্চল, বাপাউবো রাজশাহীর মোঃ জহিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রাজশাহী পওর সার্কেল বাপাউবো, মোঃ শফিকুল ইসলাম, চারঘাট উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন সাজু, জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু সহ বিভিন্ন ইউনিট থেকে আগত যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ।