বাঘা থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারু আটক ।

এম এস হিমেল বাঘা (রাজশাহী),প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ বার পঠিত

এম এস হিমেল বাঘা (রাজশাহী),প্রতিনিধি।

রাজশাহীর বাঘা থানায় বিশেষ অভিযানে ৭ জন জুয়ারুকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন এর দিকনির্দেশনায় জুয়া খেলা চলাকালে তাদের হাতেনাতে আটক করা হয়।
গোপন খবরের ভিত্তিতে এসআই কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই শারিয়ার নাসিম, এসআই মেহেদী হাসান, এএসআই আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বাজুবাঘা ইউপির বেলগাছী গ্রামস্থ মৃত আব্দুর রহিমের ছেলে আনারুল ইসলাম(৩৮) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে রবিবার রাত আনুমানিক ১২ টার দিকে মোঃরনি(২৪), পিতাঃ- মৃত সুকচান;মামুন(২৩) পিতাঃ-মোহাম্মদ আলী;হোসেন আলী(১৮) পিতাঃ- মকবুল;আশরাফ(৪৮) পিতাঃ- হারুন প্রামাণিক; জাহিদুল ইসলাম (৪২) পিতাঃ-হামজের উভয় হিজলপ্লী বাঘা এবং আরিয়ান খান পিয়াস(২১),পিতা-মোঃশাহিন খান ,স্থায়ী: গ্রাম- সাগরকান্দি, থানা- আমিনপুর, জেলা –পাবনাসহ সর্বমোট ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৬ সেট ডন প্লেইং কার্ড (তাস)সহ নগদ সর্ব মোট ৫,২১৫/- টাকা উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন বলেন, জুয়া খেলার অপরাধে ৭ জন কে রাতে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে রাতেই জুয়া আইনে মামলা রুজু করে আজ ৫ ডিসেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর