চাঁপাইনবাবগঞ্জ কৃষক লীগের ত্রিবার্ষিকী কাউন্সিলের দুই গ্রুপে সংঘর্ষ,নতুন কমিটি ঘোষণা।

মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৯ বার পঠিত

মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মঞ্চে নেতাদের মঞ্চে বসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের পর মঞ্চের সামনে পিছনে বসাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় দুই গ্রুপের নেতা-কর্মীরা।

এ সময় মঞ্চ সংলগ্ন বড় ইন্দারা মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

অবস্থা বেগতিক দেখে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ কাউন্সিলের প্রথম অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এরপর কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে চলে যান।

জেলার নেতাদের নিয়ে দীর্ঘ আলোচনার পর অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুলকে সভাপতি, আল কামাল ইব্রাহিম রতনকে সাধারণ সম্পাদক, মুসফিকুর রহমান টিটুকে ১ নম্বর সহ সভাপতি ও মেসবাহুল হক টুটুলকে যুগ্ম সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। সন্ধ্যায় এই কমিটি ঘোষণা করেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। তিনি সবাইকে মিলে মিশে কাজ করার আহবান জানান। এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ জেলা আওয়ামী লীগ নেতারা।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান বলেন, সম্মেলন পণ্ড করার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আগের দিন রাতে একটি পক্ষ আমাকেও মারধর করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, মঞ্চে বসাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। সম্মেলনস্থলের বাইরে রাস্তার ওপর চার-পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর