নিজস্ব প্রতিনিধি
সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলঝড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এবং সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লার প্রভাব খাটিয়ে সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নীলা বর্ষা পার্কের মালিক সেক্স গার্ল ডিলার বাবুল মিয়া ওরফে পাগলা বাবুলের বিরুদ্ধে রাতের আধারে ঘরবাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে।
সোমবার গভীর রাতে সাভার ও ধামরাই উপজেলার বংশী নদী নীলা বর্ষা পার্ক সংলগ্ন ফোর্ট নগর মডেল টাউন এলাকায় এই ঘটনা ঘটে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ নিয়ে ভূমিদস্যু পাগলা বাবুলের বিরুদ্ধে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রমজান ব্যাপারী।
জানা গেছে, সরকারি খাস জমির উপর নির্মিত নীলা বর্ষা পার্কের মালিক সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মিয়া। সাভারের শেষ ধামরাই বর্ডারের বংশী নদী সংলগ্ন কুল্লা ইউনিয়নের ফোট নগর এলাকায় ৫ শতক জমি কিনেন তিনি। পরে ক্ষমতা ও দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল করে নাম মাত্র মূল্য দিয়ে জমি লিখে নেন বাবুল মিয়া ওরফে পাগলা বাবুল। তার চতুরতায় বর্তমানে ৬ একর জমি দখল করে অবৈধ কার্যকলাপ পরিচালনা করার উদ্দেশ্যে একটি পার্ক গড়ে তোলা হয়েছে।
পার্ক আরও বৃদ্ধির জন্য একই কায়দায় ২৫ বছর ধরে ভোগ দখলে থাকা রমজান ব্যাপারীর ৪০ শতাংশ জমি লিখে নেয়ার জন্য চাপ দিয়ে আসছিল বাবুল মিয়া। জমি বিক্রি না করায় ভুয়া দলিল বানিয়ে সোমবার গভীর রাতে দলবল নিয়ে রমজান ব্যাপারীর ঘর ও বাউন্ডারি ভেঙে ফেলা হয়। দখলে বাঁধা দেওয়ায় রমজান ব্যাপারীর কেয়ার টেকারকে মারধর করে তার স্ত্রী রেহানা বেগমের শ্লীলতাহানি করে প্রাণনাশের হুমকি দেন বাবুল মিয়া।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ভূমিদস্যু বাবুল মিয়া বলেন, আই অ্যাম বাবুল মিয়া, হু আর ইউ। আই অ্যাম সরকারি দল আওয়ামীলীগ লিডার” আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। দেশটাই আমাদের ,আমার বাবা পাকিস্থানীদের থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশকে দখল করেছে। আমরাতো ছোট বিষয় নিয়ে মাতামাতি করি। ওই জমিটা আমরা রমজান ব্যাপারীর কাছ থেকে কিনতে চেয়েছি। সাভারে একটা ভালো বিনোদন পার্ক নেই এজন্য বড় স্বার্থে ওখানকার সবাই জমি দিয়েছে , তার দিতে সমস্যা কোথায়.! কেউ তার মালিকানাধীন জমি দিতে না চাইলে আপনি জোরপূর্বক দখল করতে পারেন কি ? এমন প্রশ্নের উত্তর না দিয়ে প্রতিবেদককে ম্যানেজ করার ব্যার্থ চেষ্টা করেন ভূমিদস্যু বাবুল মিয়া।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, পার্ক বাড়ানোর উদ্দেশ্যে গভীর রাতে জমি দখলের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।