নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর মহা পবিত্র বিশ্ব উরুস শরীফ ২০২৩ উপলক্ষে জাকের পার্টির সহযোগী সংগঠন বেতাগী উপজেলা শাখার যৌথ উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ ডিসেম্বর) মসজিদে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কমপ্লেসে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভা চলে ঐদিন বাদ আসর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি ছাএফ্রন্ট বেতাগী উপজেলার শাখার সভাপতি। মোঃ রাকিব সিকদার।
বিশেষ অতিথি ছিলেন। মোঃ নাঈম সাধারণ সম্পাদক জাকের পার্টি ছাএফ্রন্ট বেতাগী উপজেলা।
এতে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা জাকের পার্টি ছাএফ্রন্টের প্রচার সম্পাদক,মোঃ রাজ্জাক হাওলাদার। উপস্থিত ছিলেন মো.জাহিদুল ইসলাম অর্থ সম্পাদক জাকের পার্টি ছাএফ্রন্ট বরগুনা জেলা। জাকের পার্টি বেতাগী উপজেলার শাখার ১নং বিবিচিনি ইউনিয়ন ও ২ নং সদর ইউনিয়ন সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন, উপস্থিত নেতাকর্মী উক্ত সভায় বক্তব্য রাখেন। জাকের পার্টি ছাএফ্রন্ট, বেতাগী উপজেলার, সভাপতি মোঃ রাকিব সিকদার, বলেন জাকের পার্টির আদর্শ ধারণ এবং লালন করে ২ টি ইউনিয়ন ওয়ার্ডের সকল ছাএদের। দলে দলে জাকের পার্টি ছাএফ্রন্ট যোগ দেয়ার আহ্বান করেন, সভা পরিচালনা করেন মোঃ সোহেল মোল্লা অর্থ সম্পাদক, জাকের পার্টি ছাএফ্রন্ট বেতাগী উপজেলা। পরে তবারক বিতরণ মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Leave a Reply