বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার সময় নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনের রাস্তায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনদের নিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ দুর্নীতি দমন কমিশনের সভাপতি ও দিনারপুর কলেজের অধ্যক্ষ তনজু রায়, বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, হবিগঞ্জ জেলা দুনীর্তি কমিশনের উপ পরিচালক সোয়ায়েব আহমদ, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, ওসি অপারেশন আঃ কাইয়ুম, ডাঃ রাশেদ খান, দাৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদার, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেন, তথ্য কর্মকর্তা নাহিদা আক্তার, ব্র্যাক কর্মকর্তা নার্গিস আক্তার, অধ্যক্ষ কাঞ্চন বনিক ও ফয়জুর রব ফনি, প্রধান শিক্ষক আলী আমজদ ও সুফিয়া বেগম সহ আরো অনেকেই।
প্রেরক ॥
বুলবুল আহমেদ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
তারিখ ০৯/১২/২০২২ইং
মোবাইল নং ০১৭১৬-৭৯৬৩৯৮
Leave a Reply