বিরামপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পৌর শহরে কলেজপাড়া মহল্লায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রাবেয়া আক্তার এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, তথ্য সংগ্রহকারী অলোকা রানী, খুরশিদা পারভীন প্রমুখ।

উঠান বৈঠকে মহিলাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক, বাল্যবিবাহ রোধ,সরকারি ডিজিটাল সুবিধা সম্পর্কে অবহিতকরণ, বিকাশ/নগদে প্রতারনা, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণসহ নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার উপর বিশদ আলোচনা করেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী ও থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

এসময় উঠান বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজনসহ বৈঠকে অংশগ্রহণকারী স্থানীয় একশো জন মহিলা উপস্থিত ছিলেন ৷

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর