মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগ সভাপতি হাজী মোবারক হোসেন খোকন ও ঢাকা জেলা উত্তর তাঁতীলীগ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহাজাদা এর নেতৃত্বে দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা জেলা উত্তর তাঁতীলীগ সভাপতি হাজী মোবারক হোসেন খোকন বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশকে পরাধীনতার শিকল মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল সর্বস্তরের জনতা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ বাঙালিকে হত্যা, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের হারিয়ে এদিন বিশ্বের বুকে স্বাধীন ভূখন্ড হিসেবে লাল সবুজের পতাকাবাহিত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। তাই আজকের এদিনে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে সাভারে তাঁতীলীগের নেতাকর্মীদের স্বাধীনতা-বিরোধী শক্তিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে সজাগ থাকার আহবান জানাই।
এসময় সাভার থানা তাঁতীলীগ সভাপতি মোঃ আবু সাঈদ, সাভার থানা তাঁতীলীগ সাধারণ সম্পাদক শংকর সূত্রধর জনি, সাভার পৌর তাঁতীলীগ সভাপতি মোঃ হারেজ আলী শাহ,সাভার থানা তাঁতীলীগ সহ-সভাপতি সান সরকার, সাভার থানা তাঁতীলীগ সহ-সভাপতি মনু চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান সজিব, সাভার থানা তাঁতীলীগ দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, সাভার থানা তাঁতীলীগ সদস্য মোঃ রতন হোসেন পিয়াসসহ আশুলিয়া থানা তাঁতীলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply