মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
পূর্ব শক্রুতার জের ধরে সাভারে একটি বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে দুর্বৃওরা। দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সোলাইমার্কেট এলাকায় পারভীন বেগমের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ সুত্রে জানাযায়,গত কয়েক দিন ধরে সোলাইমার্কেট এলাকার পারভীন বেগমের ছেলে ওমর ফারুকের সাথে পূর্ব শক্রুতার জের চলে আসছিলো সবুজ মিয়ার।
পরে দুপুরে একদল দুর্বৃও লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে পারভীন বেগমের বাড়িতে হামলা চালিয়ে ওমর ফারুককে কুপিয়ে জখম করে বাড়ি ঘর ভাঙচুর করে নগদ ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা,১১ ভরি স্বর্ণালঙ্ককারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অস্ত্রধারী দুর্বৃওদের ভয়ে মানবেতর জীবন যাপন করছেন অসহায় পরিবারটি।
এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
Leave a Reply