অল্প পুজিতে ভাগ্য পরিবর্তনের লক্ষে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে জিবি সপের উদ্ভোধন

বুলবুল আহমেদ,নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার পঠিত

বুলবুল আহমেদ,নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

বাংলাদেশের গ্রাম গঞ্জের- বেকার যুবক/যুবতির কথা চিন্তা করে অল্প পুজিতে ভাগ্য পরিবর্তন করার লক্ষে সকল ক্রেতা বিক্রেতার সাফল্য কামনায় ঢাকা সিলেট মহা সড়কের আউশকান্দিতে জিবি দোকানের উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (১৬ই ডিসেম্বর) বিকাল ৩টার সময় জিবি নিউজ ও জিবি টিভি’র সিলেট বিভাগীয় প্রধান ফারহানা বেগম হেনা ফিতা কেটে উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জিবি সপের পরিচালক বুলবুল আহমেদ, ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা বদরুজ্জামান চানু, এনটিভি’র নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, ব্যবসায়ী শাহ আশরাফ আলী, রাজেদ দেব, এডভোকেট আবু আনছার, নার্স স্বর্ণা আক্তার সুহাগি, ব্যবসায়ী হুমাউন কবির, এমরান আহমেদ, ফায়েক আহমেদ, নিজাম উদ্দিন। উদ্ভোধন শেষে মোনাজাত করেন, বদরুজ্জামান চানু। সন্ধা বেলায় জিবি সপে উপস্থিত হয়ে মোনাজাত করেন, জিবি টিভি’র ইসলামি ভাস্যকার হাফিজ মাছুম আহমেদ দুধরচকী। এ সময় উপস্থিত ছিলেন, জিবি টিভি’র সিলেট প্রতিনিধি এম এ ওয়াহিদ চৌধুরী। বকুল মিষ্টি ঘরের প্রোপাইটার বকুল মিয়া, ডাক্তার নাজমুল হক চৌধুরী পলাশ, মুরুব্বি আব্দুর রহিম, হাজী চাঁদ মিয়া, জুবায়ের আহমেদ, প্রবাসী নিজামুল হক চৌধুরী লিটন, অপু আহমেদ সহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর