শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবসে ময়মনসিংহ জেলা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ সূর্য উদোয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার (১৬ডিসেম্বর) সকাল ৮ ঘটিকায় স্মৃতিস্থম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান, মহানগর সভাপতি শাহ রেজাউল করিম রেজা’র নেতৃত্ব সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জে এস শামীম, মোখলেছুর রহমান, সোলায়মান মিয়া মোহন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, শামীমা আক্তার রুবি, সুকতারা, পারভীন আক্তার প্রমূখ উপস্থিত থেকে স্মৃতিস্থম্ভে পুষ্প স্থবক অর্পণ করেন।
এর আগে জেল ও বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিস্থম্ভে পুষ্পস্থবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কৃতি সংগঠন সমূহ শ্রদ্ধা নিবেদন করেন। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন।
Leave a Reply