মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফ্রী এ স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে চাঁপাই নবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের উদ্যোগে যানবাহনে গনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিশ্বরোড মোড় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাস ট্রাক ও বিভিন্ন যানবাহন গাড়িতে এই গণসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিআরটিএ সার্কেল গণসচেতনতা মূলক লিফলেটে স্লোগান ছিল, আইন মেনে চালাব গাড়ি নিরাপদ ফিরবে বাড়ি, চালাবে গাড়ি সাবধানে বাজবে সবাই প্রাণে, গতি সীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি, ঘুম ঝিমুনির ভাব যখন গাড়ি চালাতে নেই তখন, চলাচলে ফুটপাত ব্যবহার করে দিনরাত, কিবা দিন কিবা রাত হাঁটা চলায় ফুটপাত, ধূমপান যানবাহনে আইন ভঙ্গ সবাই জানে, ফিটনেস ছাড়া গাড়ি চলবে না রাস্তায় বৈধ কাগজে ড্রাইভার গাড়ি চালাবে আস্থায়, দুর্ঘটনা আইন তুলে নিই না হাতে পুলিশকে জানাই সাথে সাথে, চলন্ত গাড়িতে উঠবে দুর্ঘটনা ঘটিবে এসব জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেল।
এ সময় উপস্থিত থেকে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সহকারী পরিচালক ইঞ্জিন শাহজামান হক, মোটরযান পরিদর্শক সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন আনিসুজ্জামান, সার্জেন্ট মাহবুর ও ট্রাফিক পুলিশ সাইফুল, মটর শ্রমিক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু, অফিস সহকারি জহুরুল ইসলাম ও মামুন প্রমুখ।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিন শাহজামান হক বলেন, যাত্রীবাহী বাস-ট্রাক চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতেই চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের উদ্যোগে এই গনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলে তিনি এসব কথা বলেন।