মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
দেখতে দেখতে চলে গেল আরেকটি বছর শুরু হয়ে গেল নতুন বছর।এ বছরে অনেকেই অনেক কিছু হারিয়েছে আবার অনেকে অনেক জিনিস পেয়েছে।তবুও সবাই বিভিন্ন দুঃখ সুখ ভুলে নতুন করে নতুন বছর শুরু করবে সে আশায় রাখেমাত্র২০২২ সালের কিছুক্ষন বাকী, পুরনো বছর পেরিয়ে নতুন বছরের শুভচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা তাঁতীলীগের প্রশিক্ষণ ও পরিকল্পনা সম্পাদক মোঃ হাবিব।
নতুন বছর আসুক সকলের জীবনের নতুন আশা নিয়ে, যা আলোকিত করবে সারা দেশ বাসীকে, শুভ ইংরেজি নবর্বষ নতুন বছরে সবার জীবনে নিয়ে আসুক অনাবিল শুখ ও শান্তি।
Leave a Reply