নতুন বছর ২০২৩ নতুন বই বিতরণ উৎসবে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৫১ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়েছে। জেলার রুহিয়া থানার রুহিয়া উচ্চ বিদ্যালয়, ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়,রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ১ জানুয়ারী ২০২৩ রোজ রবিবার সরকার কতৃক প্রেরিত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের ক্যাম্পাসে
রুহিয়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পুস্তক বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান, সহকারী শিক্ষক মোকছেদ আলী, প্রফুল্ল কুমার বর্মন প্রমূখ । ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ে নগেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনামূল্যে পুস্তক বিতরণ করেন ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, বিশেষ অতিথি উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুক্তা সেন, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ঠাকুর দাস, নজরুল ইসলাম, দীপালি রানী প্রমূখ।
রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিনামূল্যে পুস্তক বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন সহ সহকারী শিক্ষকবৃন্দ।
রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উপাধ্যক্ষ মজিবর রহমানের সভাপতিত্বে বিনামূল্যে পুস্তক বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সহ সহকারী শিক্ষকবৃন্দ।

 

ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণকালে ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, ২০০৯ সাল হতে বর্তমান সরকার প্রথম শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারী মাদ্রারাসার ছাত্র- ছাত্রীদের কে বিনাশর্তে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করে আসছে। যা কৃতিত্বের দাবিদার।
মেধাবী সন্তানরাই আগামী দিনের জাতি গঠনের কারিগর। শিক্ষিত জাতিই দেশের উন্নয়নে কাজ করে যাবে। পৃথিবীর অনেক দেশের মত বাংলাদেশও অনেক সূচকে এগিয়ে যাচ্ছে। তথ্য ও প্রযুক্তির উন্নয়নে শিক্ষিতরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি সরকারের সফলতার অন্যতম দিক। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ জাতির মেধা গঠনে বিরাট বিনিয়োগ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর