বগুড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬টার দিকে গাবতলী উপজেলার সোন্দাবাড়ী মাদ্রাসা মোড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে প্রাথমিকভাবে জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।
তিনি জানান, সকালে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।