শীতার্তদের জন্য আরও ৩২ কোটি টাকার কম্বল কেনা হচ্ছে: দুর্যোগ প্রতিমন্ত্রী.অনাকান্তির কন্ঠ
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
আপডেট টাইম :
মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
১৬
বার পঠিত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দরিদ্র শীতার্তদের জন্য নতুন করে আরও ৩২ কোটি টাকার কম্বল কেনা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে শীতপ্রবণ এলাকাগুলোতে এসব কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সাভারের আশুলিয়ার বাইপাইলে বেসরকারী পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, ইতোমধ্যে রংপুর বিভাগের ৮টি জেলার দরিদ্র শীতার্তদের মাঝে ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া নভেম্বর মাসে সারাদেশে ২৬ লাখ কম্বল বিতরণ করা হয়েছে।
আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।