মিরু হাসান বাপ্পি বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির চুরি যাওয়া মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের চুরি যাওয়া ট্রাকটি ২৯ ঘন্টার পর রানীনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাঁশহাটি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার (৩ জানুয়ারী) দিবাগত রাত ৩টায় আদমদীঘির রেলস্টেশন এলাকায় বাসার সামনে থেকে মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের ঢাকা মেট্রো-ন-১১-৮২৯৪ নম্বর আইসার কোম্পানী ট্রাকটি চুরি যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাঁশহাটি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দেখে পুলিশ সেখান থেকে উদ্ধার করে। ট্রাক মালিকের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় কেউ গ্রেফতার নেই বলে অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।