কচুয়ায় ২০১৮ ব্যাচের বিএ/বিএসএস শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

.হারুনুর রশিদ-কচুয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২০ বার পঠিত

চাদঁপুরের কচুয়া সাচার ডিগ্রি কলেজের আয়োজনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সাচার ডিগ্রি কলেজ স্টাডি সেন্টার ও অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীরের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনের সঞ্চালনায় ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেখক কলামিস্ট ও সাংবাদিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডি সভাপতি অধ্যাপক ড.মুনতাসীর মামুন।
বিশেষ অতিথিঃ মো.ইব্রাহিম খলিল যুগ্ম পরিচালক,উপ-আঞ্চলিক কার্যালয়,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কচুয়া,চাঁদপুর,
কে এম সোহেল রানা উপজেলা একাডেমিক অফিসার, সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো.নুরুল আমিন।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজ শাখার সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন মোল্লা,অপর্ণা রানী লোথ, মো.আবদুল কুদ্দুস ও সাচার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো.মিজানুর রহমান সরকারসহ অন্যান্যরা।
পরে ২০১৮ ব্যাচের বিএ/বিএসএস শিক্ষার্থীদের পক্ষ হতে বিএ/বিএসএস এর শিক্ষার্থী মো.সাইফুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সকল শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর