মুসল্লিদের ভোগান্তি কমাতে ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২৪ বার পঠিত

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সামনে রেখে ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। মুসল্লিদের ভোগান্তি কমাতে এবং যানজট এড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

১২ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল থেকেই ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়কের প্রবেশমুখ বাইপাইল এলাকায় ট্রাফিক পুলিশের রেকার ট্রাক দিয়ে সড়ক বন্ধ করে দেয়া হয়।

বাইপাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ইজতেমার কারণে এই সড়কটিতে চাপ বেড়ে যাওয়ায় মুসল্লিদের যেতে সমস্যা হচ্ছে। তাই আপাতত সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। বেড়িবাঁধ ও কামারপাড়ার দিকে চাপ কমে গেলে সড়ক স্বাভাবিক করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর