কচুয়া প্রতিনিধি||
ঢাকার ভাটরা এলাকা থেকে মতিঝিল যাওয়ার পথে চার থেকে ৫দিন আগে নিখোঁজ হন জামাল উদ্দিন। নিখোঁজ জামাল উদ্দিন গ্রামের বাড়ী চাদঁপুর জেলার কচুয়া উপজেলার কোমরকাশা গ্রাম। নিখোঁজ জামাল উদ্দিনের সন্ধানের দাবিতে, কোমরকাশা এলাকাবাসী মানববন্ধন করেছেন। গত ১৩ই জানুয়ারী শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে কোমরকাশা জামালিয়া কমপ্লেক্সের সামনে তার পরিবারসহ এলাকাবাসী মানববন্ধন করেন।
নিখোঁজ জামাল উদ্দিনের সন্ধানে মানববন্ধনে বক্তব্য রাখেন তার গর্ভধারণকারী মা নাজমা বেগম,স্থানীয় বাসিন্দা মো.সফিউল্যাহ, জসিম উদ্দিন, আবদুল হালিম,হানিফ মুন্সী সহ অন্যান্যরা।
এলাকাবাসীরা জানান জামাল উদ্দিনের বাবা প্রায় আট বছর আগে মারা যান। বর্তমানে তার পাঁচ বোন ও বৃদ্ধ মা রয়েছেন। তার বলেন জামাল ঢাকার মতিঝিল এলাকায় একটি বেসরকারি সিম কোম্পানিতে চাকুরী করতেন। তাই তার পরিবারের লোকজন ও এলাকাবাসীরা দ্রুত তার সন্ধান চান। এদিকে জামাল উদ্দিনের নিখোঁজের ঘটনায় তার চাচাতো ভাই হাবিবুর রহমান ঢাকার ভাটরা থানায় বাদী হয়ে একটি ডায়েরী করেছেন।