মোঃ শান্ত খান ঢাকা সাভার প্রতিনিধি
বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখান করেছে। তাই তারা আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ডে সাভার উপজেলা ও পৌর হকার্স লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত বিদেশিদের কাছে নালিশ করে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। আগামী নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ কয়েক বছর পরে এই সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা দেখা যায়।
ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য সাভার উপজেলা হকার্স লীগের সভাপতি পদে আতাউর রহমান ও সাধারণ সম্পাদক কাদের মোল্ল্যা, সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।