রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

অনাকান্তির কন্ঠ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৫ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় পুলিশ লাইন্স ড্রীল শেডে রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ, অফিসার-ফোর্সবৃন্দ ও সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন।

কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা উত্থাপন করেন এবং পুলিশ সুপার প্রস্তাবনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর বেলা ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ হল অব ইউনিটে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ জনগণ যাতে কোন ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিতকরণের নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করা হয়। এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায় সেদিকের প্রতি লক্ষ্য রাখা, মাদক, জংগীবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদারকরনের কথা বলা হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সকলকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ বিভিন্ন ক্যাটাগরিতে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী অফিসার-ফোর্সদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান এবং সম্প্রতি পিআরএল এ গমনকারী পাচজন পুলিশ সদস্যের হাতে শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর