বাঘা (রাজশাহী) প্রতিনিধি।
সারা দেশের ন্যায় রাজশাহীর বাঘায় কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ২৫ জানুয়ারি) সকাল ৯টায় কাদিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি।
পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সামিউল আলম নয়ন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবক সদস্য বৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানাযায়, শ্রেণি ভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিবে শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে অস্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘খ’ গ্রুপের হয়ে অংশ নেবে এই প্রতিযোগিতায়।
‘ক’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নেবে। ‘খ’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করবে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে। স্থানীয় ক্রীড়া সংস্থা এই আয়োজনে সার্বিক সহযোগিতা করবে।
এ বিষয়ে সামিউল আলম নয়ন সরকার জানান, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা। সারাদেশে প্রায় বিশ লক্ষাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামানুসারে এই প্রতিযোগিতার নামকরণ। দেশব্যাপী শুরু হয়েছে ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’।
দেশের ৫০০টি উপজেলা, ৬৪টি জেলা ও ৮টি বিভাগের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় আনুমানিক ২০ লক্ষাধিক শিক্ষার্থী এতে অংশ নেবে বলে জানতে পেরেছি। জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি। আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।
Leave a Reply