সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করতে হবে মতবিনিময় সভায় অধ্যাপক ড.শহীদুল ইসলাম এমপি

মো.হারুনুর রশিদ,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৩৩ বার পঠিত

সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি, কলাকৌশল ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুরের কচুয়ার জাতীয় পার্টির সাবেক সাংসদ অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।

শনিবার পত্রিকার আয়োজনে পাথৈর এলাকার নিজ বাসভবনে পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি মনোনীত অনুষ্ঠানে এ মতবিনিময় করা হয়।
এসময় তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করতে হবে। সততা না থাকলে সাংবাদিকতা থাকে না। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর হতে হবে।
সাংবাদিকদের কলম মুক্ত হলে সমাজ উপকৃত হয়। কলমের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনেয়ার হোসেন সিকদার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মাইনুল ইসলাম মাইনু, সিনিয়র সাংবাদিক আতাউল করিম, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদব জিয়াউদ্দিন মজুমদার প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন, পত্রিকার নির্বাহী সম্পাদক নুরুন্নবী পাঠান, চীফ রিপোর্টার মাসুদ রানা, প্রতিনিধি নুরুল হক, বিল্লাল মাসুম, মো.হারুনুর রশিদ, রাজীব সরকার, নাছির উদ্দিন, রায়হান মিয়াসহ পত্রিকার সকল প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে অধ্যাপক ডা. শহীদুল ইসলামকে আইডি কার্ড তুলে দেন, পত্রিকার সম্পাদক ও অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর