1. admin@onakanthirkantho.com : admin :
  2. banhlarodikar69@gmail.com : Manun Mahi : Manun Mahi
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ আফরুজা বারীর মনোনয়ন পত্র জমা বিরামপুরে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ ৪৫ তম বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন সোনাগাজীতে নৌকার প্রার্থী আবুল বাশার’র মতবিনিময় সভা অনুষ্ঠিত। নির্বাচন বানচালে পুরোনো খেলায় মেতেছে বিএনপি – খুলনা-১ এর আ’লীগের মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল। দ্বাদশ সংসদ নির্বাচনে জাপার মনোনীত প্রার্থী সাজ্জাদ রশিদ’র মনোনয়ন সংগ্রহ চাঁদপুর-১ আসনে বিদ্রোহী প্রার্থী ঘোষণা মো.গোলাম হোসেন নির্বাচন বানচালে পুরোনো খেলায় মেতেছে বিএনপি – খুলনা-১ এর আ’লীগের মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল। সংসদীয় আসন ৯৯, খুলনা -১ অঞ্চল থেকে ননী গোপাল মন্ডন আ’লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ কান্তজিউ মন্দিরে রাস উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এডিসি (সার্বিক) চাঁদপুরে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী

হাইমচরে পূর্বশত্রুতার জেরধরে নিরীহ পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪

  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত

হাইমচর উপজেলা প্রতিনিধি 

হাইমচর উপজেলা দক্ষিণ আলগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রতি পক্ষের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এব্যপারে সরজমিনে

গিয়ে জানাযায়, দক্ষিণ আলগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাজী বাড়ির মৃত্যু আঃ কাদির গাজীর ছেলে শাহ আলম গাজী, (৩৫) তার শিশু সন্তান নাদিয়া আক্তার, (৩) শাহিনা বেগমের উপর এই বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালায়। এতে ৪ জন গুরুতর আহত হয়েছে।

৩১ জানুয়ারি সোমবার বিকাল ৩ টায় সময় দক্ষিণ আলগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গাজী বাড়িতে, স্থানীয় বাসিন্দা অলিউল্লাহ দেওয়ান তার স্ত্রী আমেনা বেগম ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে শাহ আলম গাজীর পরিবারের উপর এ হামলা চালায়। বর্বরোচিত এ পৈচাসিক সন্ত্রাসী হামলায় শাহ আলম গাজী, (৩৫) তার শিশু সন্তান নাদিয়া আক্তার, (৩) শাহিনা বেগম সহ ৪ জন আহত হয়। স্থানীয়রা আহত শাহ আলম গাজীর পরিবারকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপর স্বজনরা তাদের রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখলে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নায় ভেংগে পরেন। বর্তমানে আহত শাহ আলম গাজীর পরিবার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাদিন রয়েছে।

আহতের স্বজনরা হাইমচর থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আহত শাহ আলম গাজী জানান
৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর মৌজায় অবস্থিত যার খতিয়ান ১৯৪৯ দাগ নং- ৪৭৭৬, শ্রেনি বাগান
পৈতৃক সুত্রে ও দলিল মূলে মোঃ আনিছুর রহমান গং এবং আল আমিন গং মালিক, উক্ত সম্পিতির অবস্থান গত ভাগ বাটোয়ারা ও চৌহদ্দি জনিত কারনে মরহুম আঃ রব গাজীর ওয়ারিশগনের সাথে দ্বন্দ্ব ও মনোমালিন্য চরম আকার ধারণা করায় জোর দখলের চেষ্টার প্রেক্ষিতে মালিকগনের ০ ২টি পক্ষ হইতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। শাহ আলম গাজী আরো জানান অলিউল্লাহ দেওয়ান দলবল নিয়ে আমাদের উপরে বারবার সন্ত্রাসীর হামলা করে আমাদেরকে জমি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে।

ভুক্তভোগীর পরিবার হামলাকারী অলিউল্লাহ দেওয়ানের বিরুদ্ধে সুস্থ বিচারের দাবি জানান।

এবিষয়ে অভিযোগ কারী মোঃ অলিউল্লাহ দেওয়ানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি শাহ আলম গাজীর পরিবারের উপর কোন হামলা করিনা, কে বা কারা হামলা করেছে তা আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archive Calendar

All rights reserved © 2019
Design by Raytahost