দীপ্ত টিভিতে সুমনের নতুন ধারাবাহিক “প্রেম নিকেতন”

রিয়েল তন্ময়
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬ বার পঠিত

টিভিতে শুরু হচ্ছে অভিনেতা সুমনের নতুন ধারাবাহিক। এর নাম ‘প্রেম নিকেতন’। রেজওয়ান জিসানের রচনা ও সজিব মাহমুদের পরিচালনায় এটি প্রতি রবিবার থেকে শুক্রবার প্রচার হবে দীপ্ত টিভিতে। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে আসছেন সুমন। বর্তমানে তার অভিনীত ‘ড্রিম ফ্যাক্টরি’ নামে ১টি ধারাবাহিক নাটক টেলিভিশনের পর্দায় প্রচারিত হচ্ছে। এটি পরিচালনা করেছে কামরুল হাসান সুজন। নাটকটি প্রচার হচ্ছে প্রতি শনি ও রবিবার ৬:৩০ মিনিটে চ্যানেল নাইনে। তার সাথে নাটকটিতে জুটি বেঁধেছেন চমক তারা।

সুমন বলেন, নাটকের গল্প অসাধারণ । এছাড়া পরিচালকের সাথে এটি আমার প্রথম ধারাবাহিকের কাজ। সব মিলিয়ে অনেক যত্ন নিয়ে নাটকটি হচ্ছে। নতুন এই ধারাবাহিকে আমার চরিত্রটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যার কারনে আমার চরিত্রটি উপভোগ করছি।

এদিকে তার আরো তিনটা ধারাবাহিক নাটক রিলিজের অপেক্ষায়। যেমন- হৈচৈ ডটকম, সোনার পাখি, উগান্ডা। তিনটা নাটকের পরিচালকই সজীব মাহমুদ। এছাড়াও বর্তমানে কাজ করতেছেন ঈদের বেশ কিছু একক নাটকে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর