নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রুহেল আহমদ৷

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৮ বার পঠিত

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শিল্পাঞ্চল হিসাবে ক্ষেত ঢাকা সিলেট মহা সড়কের ব্যস্ততম জন বহুল আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন (৫ ফেব্রুয়ারী) রবিবার সম্পন্ন হয়েছে৷

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটাররা তাদের মনোনীত প্রার্থীদেরকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন। এ নির্বাচনে ভোটের সংখ্যা ছিল ৩৩৭টি। এতে নির্বাচনে সভাপতি পদে ২জনের মধ্যে মোঃ নুরুল হক ছাতা মার্কা নিয়ে ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি মুরশেদ আহমদ হারিকেন মার্কা নিয়ে ৯৭ ভোট পান। সহ সভাপতি পদে দুইজন এর মধ্যে আব্দুল গফ্ফার চৌধুরী বেলাল চেয়ার মার্কা নিয়ে ২০৪ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দুরুদ মিয়া টেলিফোন মার্কা নিয়ে ১১৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে দুইজন। এর মধ্যে মোঃ রুহেল আহমদ হরিণ মার্কা নিয়ে ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান চার্কা নিয়ে ১৬২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন, এর মধ্যে সাইফুর রহমান মাছ মার্কা নিয়ে ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরশ আলী জাহাজ মার্কা নিয়ে ৮৮ ভোট পান। কোষাদক্ষ পদে দুইজন, এর মধ্যে মোঃ আবুল কাশেম মাইক নিয়ে ২৬২ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন চৌধুরী আম মার্কা নিয়ে ৬৫ ভোট পান। সদস্য পদে ৪ জন, এর মধ্যে রিবু আহমেদ ঘোড়া মার্কা নিয়ে ২১০ ভোট পান, রিপন দেব ইমন কবুতর মার্কা নিয়ে ১৫৮ ভোট পান, কামরুল ইসলাম চৌধুরী ফুটবল মার্কা নিয়ে ১৪২ ভোট পেয়ে সদস্য পদে ৩ জন নির্বাচিত হন, তার নিকটতম প্রতিবন্ধী সৌরভ আহমেদ কলস মার্কা নিয়ে ১৪১ ভোট পান। নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নোমান আহমদ, প্রচার সম্পাদক রাজু আহমদ ও দপ্তর সম্পাদক সুব্রত পাল৷
উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার হাজী আব্দুল হামিদ নিকছন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশন, মোঃ দুধু মিয়া চৌধুরী, মোঃ কনর মিয়া, আব্দুর রকিব ও আব্দুল জব্বার৷ এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক
উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, নবীগঞ্জ থানার এস,আই তৌহিদ আহমেদ ও এস,আই গৌতম সহ একদল পুলিশ সদস্য বৃন্দ৷ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুরাদ আহমদ, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সহ সভাপতি শাহ্ সুলতান আহমদ, জাতীয় অন লাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শন করেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিশিষ্ট সালিশ বিচারক শাহ আবুল খয়ের, ইউপি সদস্য ও আওয়ামীগ নেতা আব্দুল মুকিত, সাবেক ইউপি সদস্য খালেদ আহমেদ জজ সহ আরো অনেকেই। ফলাফল ঘোষণার পরপরই প্রত্যেক প্রার্থীর সমর্থকরা বিজয়ীদের গলার ফুলের মালা দিয়ে বরণ করে পূরো বাজার এলাকায় মিছিল করেন। পরে একে অপরকে মিষ্টি মূখ করান। এ সময় বাজার এলাকায় আনন্দ উল্লাসে বিভিন্ন স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর