শিবগঞ্জে মানবাধিকার কমিশনের সদস্যদের মাঝে কার্ড বিতরণ

মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪ বার পঠিত

মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শিবগঞ্জে মানবাধিকার কমিশনের সদস্যদের পরিচিতি সভা ও কার্ড বিতারণ করা হয়েছে।
রবিবার ( ৫ফেব্রুয়ারি ) বিকাল ৩.টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো শরিফুল ইসলাম লিটন সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত, চাঁপাইনবাবগঞ্জ জেলার মানবাধিকার কমিশনের সভাপতি মো ইউসুফ আলী পিন্টু, প্রধান বক্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেয়াজ সিনা,বিশেষ বক্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি মোঃ মাসিদুল রহমান, বিশেষ অতিথি শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে, সুমাইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম, অনুষ্ঠানের সঞ্চালনায় করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো আহসান হাবিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় শিবগঞ্জ উপজেলার শাখার কমিশনের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, সমাজের অবহেলিত নির্যাতিত মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে। মানবাধিকার কমিশনের সকল সদস্যরা মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে তারা বিশ্বাস করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর