1. admin@onakanthirkantho.com : admin :
  2. editor1@raytahost.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. banhlarodikar69@gmail.com : Manun Mahi : Manun Mahi
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলার খিলগাঁও ত্রিমোহনী পশ্চিম পাড়া ঢাকা (১২১৯) অঞ্চলের হতদরিদ্র আক্কাস আলীর নিজ সম্পত্তি ভুমিদস্যুরা দখল নেওয়ার পায়তারা করছেন,আক্কাস আলী নিরুপায় হয়ে আইনের প্রতি সম্মান জানিয়ে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন,অভিযোগে উল্লেখ্য করেন তিনি একজন অশিক্ষিত লোক পেশায় গাড়ীর ড্রাইভার তাহার পৌত্রিক সম্পত্তি দখলের পায়তারা করছেন একটি ভূমিদস্যু কুচক্রীমহল,অসহায় আক্কাস আলী বলেন বিগতদিনে উক্ত সম্পদের উপরে আমার বিরুদ্ধ আদালতে একটি মামলা দায়ের করেন,আদালতের বিজ্ঞ বিচারক চুড়ান্ত পর্যবেক্ষন পূর্বক রায়টি আমার স্ব পক্ষে প্রদান করেন,তার পরেও নামধারী দানব সাংবাদিক দিয়ে গত ৩রা ফেব্রুয়ারী ২০২৩ইং আমার ব্যবহৃত ০১৭৬২১৫৫৫৮৩ এবং ০১৭৮৪৩৯৪২৩০ মোবাইলে ফোনে কল করিয়া আমাকে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করেন,জীবনে মেরে ফেলার হুমকি প্রদানের কথা চিন্তা করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত ০৬/০২/২০২৩ খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি যাহার নং (৪৬৮) ডায়েরি করে বাড়ি ফেরার পথে রাত্র ১১ টা ২০ মিনিটে তারা সঙ্গবদ্ধ হয়ে আমাকে প্রকাশ্য হুমকি প্রদান করেন,তারা বলেন আমাদের ক্ষমতা তোর জানা নাই তুই যদি ডায়েরি না তুলে নিস,তাহলে আমরা তোর ও তোর পরিবার কে জানে মেরে ফেলব,আমাকে হুমকি দেওয়ার মুল নায়ক হলো মামুনুর রশীদ,সে কখনও সাংবাদিক কখনো পুলিশ কখনো ডিবি পুলিশের ভয়ভীতি কখনো মন্ত্রী আমলাদের আত্মীয় পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন,বর্তমানে আমার বাড়ির পূর্ব পার্শ্বে একটি জমি আছে যাহা পূর্বে পুকুর ডোবা ছিলো, উক্ত জায়গায় আমার একটি বসত ঘর ছিলো কিন্তুু গত ১৮/১১ /২০২১ রাত্র অনুমান ২ টা ত্রিশ মিনিটে ভূমিদস্যুরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে হামলা করে আমার বসত বাড়িটি জোর করে ভাংচুর করে নিয়ে যায়,এবং ভুমিদস্যুরা আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করেন,তখন আমার পরিবারের লোকজন এর চিৎকারে এলাকাবাসীরা বের হলে উক্ত,ভুমিদস্যুরা পলায়ন করেন,উক্ত বিষয়ে স্থানীয় থানায় আমি একটি ফৌজদারী মামলা দায়ের করি, উক্ত মামলা থেকে আসামীরা জামিনে মুক্ত হয়ে আমাকে পূর্বের ন্যায় মামালা তুলে নেওয়ার হুমকি প্রদান করেন আমি মামলা না তুলে নিলে আসামীরা আমাকে ও আমার পরিবার কে যেকোনো মুহুর্তে রক্তক্ষয়ি সংঘর্ষ সহ জান-মালের ক্ষতি সাধন করতে পারে,উক্ত বিষয়টি তদন্ত পূর্বক ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে ও তাদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী সহ সুধী সমাজ।দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন ছবি ও নিউজ দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা থেকে সংগৃহীত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archive Calendar

All rights reserved © 2019
Design by Raytahost