বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানা শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮ বার পঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানা শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কাজ বন্ধ করে রেশম কারখানার সামনে তারা এ বিক্ষোভ করেন।

তারা জানান, রাজশাহী রেশম কারখানায় অর্ধশত শ্রমিক দৈনিক মজুরী ভিত্তিতে কাজ করেন। তারা দৈনিক ৩০০ টাকা হারে বেতন পেলেও গত ছয় মাস ধরে তাদের সে বেতন বন্ধ করে দেয়া হয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। অর্থ সংকটে মানবতার জীবনযাপন করছেন অনেকেই। বিষয়টি কর্তৃপক্ষকে বলার পরও কোন ফল পাওয়া যাচ্ছে না।

কারখানা কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে। কিন্তু কোন সমাধান হচ্ছে না। এ ভাবেই কয়েক মাস কেটে গেছে। দ্রুত বেতন পরিষদের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর