মোঃহারুনুর রশিদ কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি//
চাঁদপুরের কচুয়ার গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের বোষ্টন বিশ্ববিদ্যায়ের অধ্যাপক প্রয়াত ড. জালাল আলমগীর শুভ’র নামে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
২৬শে ফেব্রুয়ারী রোজঃ রবিবার, প্রধান অতিথি কচুয়ার গণমানুষের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও কলেজ গর্ভনিং বডির সভাপতি সিতারা আলমগীর উদ্বোধক হিসেবে এ ভবনের উদ্বোধন করেন।
পরে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক আহমেদ উল্লাহ’র পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, হেলেনা হাবীব, জেসমিন হক, শিরিন মনসুর, ড. আহসান হাবিব, আনান আশেক আরেফিন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম ও ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল অধ্যাপক/অধ্যাপিকা,শিক্ষার্থীসহ এলাকার গুনীজনগন।