শহর পেড়িয়ে মলম, অজ্ঞান করা গামছা পার্টির পর এবার গ্রামাঞ্চলে ও সক্রিয় খর পার্টি

শহর পেড়িয়ে মলম, অজ্ঞান করা গামছা পার্টির পর এবার গ্রামাঞ্চলে ও সক্রিয় খর পার্টি
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৯ বার পঠিত

মোঃ হারুনুর রশিদ , কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি//

টাকার প্রলোভন আর কথার মায়াজালে ফেলে সহজ সরল ব্যবসায়ীদের সম্মোহিত করে ইদুর ও পিপড়া মারার ঔষধ ও বিভিন্ন প্রকার পন্যের ভাউচার দেখিয়ে লুটে নেয় দোকানদারদের নগদ টাকা সহ বিভিন্ন মালামাল। ভয়াবহ অস্ত্র নয়, বিভিন্ন অফারের কথা ও বিক্রির উপর মাসিক সম্মানী দিবে বলে সংঘবদ্ধ চক্র গ্রামাঞ্চলের দোকানদারদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলাধীন সহদেবপুর বাজারের মহিউদ্দিনের দোকানে সংঘবদ্ধ প্রতারক চক্র ইঁদুর ও পিঁপড়া মারার ঔষধ দেখিয়ে এবং বিক্রির উপর বেশি কমিশন দিবে বলে তাকে অনুরোধ করে।
প্রতারক চক্র দোকানদারের হাত ধরার পর জ্ঞান হারিয়ে ফেলে, পরবর্তীতে দোকানদার তার ক্যাশে থাকা আট হাজার টাকা ও পাশের দোকানদার থেকে ধার করে পাঁচ হাজার টাকা সহ মোট দশ হাজার টাকা দিয়ে দেয়। দোকানদার মহিউদ্দিনের জ্ঞান ফিরার পর সে দেখতে পায়, প্রতারক চক্র আটশত টাকার পন্য দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের নিকট এ সকল প্রতারকদের ধরে আইনের আওতায় এনে শাস্তির দাবি ও জানিয়েছেন।

বার্তা প্রেরক
মো.হারুনুর রশিদ
কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি
মোবা:০১৮৩৪৫২৫৫৯১

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর