অসুস্থ তানজিলা ইমিকে রামেকে দেখতে গেলেন, ডা: মো.সোহরাব হোসেন (অপু)

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৩ বার পঠিত

পারভেজ ইসলাম:- রাসিক (২৪ নং ওয়ার্ড) হাদির মোড়ের বাসিন্দা তানজিলা ইমি (২০) হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে রাত সাড়ে ৮টায় জরুরী ভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ নং ওয়াডে ভর্তি করা হয়েছে।

চিকিৎসা ও খোঁজখবর নিতে তানজিলা ইমিকে রামেকে দেখতে যান,বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডা: মো. সোহরাব হোসেন (অপু) ডি, এইচ এম এস ( ঢাকা)। তারুণ্য শিক্ষিত সৎ নির্ভীক সাহসী এই ব্যক্তিকে আগামী নতুন প্রজন্মের ২৪ নং ওয়ার্ড এর প্রতিনিধি হিসেবে দেখতে চায় রাসিক (২৪ নং ওয়ার্ড বাসি)।

স্থানীয় এক ব্যক্তি জানান, শিক্ষিত লোককে ঘরে রাখা যাবে না। সমাজের তথা দেশের কাজে লাগাতে মূল্যায়ন করতে হবে। তাই অশিক্ষত নেতৃত্ব নয়। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট দেশের দিকে এগুচ্ছে সরকার। সেখানে অশিক্ষিত লোকজনের নেতৃত্ব ভোটের মাধ্যমে বয়কটের বিকল্প নাই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর