আলহাজ্ব হযরত মাওলানা নেহাল আহমেদ আতেকী জৈনপুরী
মো.হারুনুর রশিদ, কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি//
চাঁদপুরের কচুয়া উপজেলার শুয়ারুল খানকা শরীফের মাঠে আলহাজ্ব হযরত মাওলানা ওয়া মুরশেদুনা মুরহুম মো.আ: মবিন আহমেদ আতেকী (রহঃ) ও আলহাজ্ব হযরত মাওলানা ওয়া মুরশেদুনা জামাল আহমেদ আতেকী (রহঃ) স্বরণে, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা ফকির নেহাল আহমেদ আতেকী সাহেব জৈনপুরী পীর সাহেবের সভাতিত্বে ও আলহাজ্ব হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব হেড মুহাদ্দিস নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসা এর পরিচালনায়, ঐতিহাসিক শুয়ারুল বাজারে ৩রা মার্চ রোজঃ শুক্রবার ৫৪তম বাৎসরিক ইছালে ছাওয়াবের ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাহরিকে খতমে নবুয়্যাত বাংলাদেশের সম্মানিত আমির ও মুফতি ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফ হুজুরের আগমনের কথা থাকেল ও ওনার বড় ভাই জৈনপুরীর মৃত্যুবরণ করার কারনে ওনি মাহফিলে উপস্থিত থাকতে পারেন নাই।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা ফকির আব্দুল হাই আতেকী সাহেব জৈনপুরী, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা ফকির মো কিবরিয়া আতেকী সাহেব জৈনপুরী।
মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মাওলানা মোসলে উদ্দীন সাহেব,চান্দিনা এবং দেশবরেণ্য বহু নামীদামী ওলামায়ে কেরামগন তাশরিফ পেশ করেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-১(কচুয়া) আসনের সংসদ সদস্য পদে দোয়াপ্রার্থী ও সাবেক এনবিআরের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো গোলাম হোসেন সাহেব।
মাহফিল শেষে শনিবার বাদ ফজর মাহফিলে প্রায় লক্ষাধিক লোকের সমাগমে, বাংলাদেশের সকল মুসলিমদের মঙ্গল কামনার্থে আখেরী মোনাজাত ও নছিহত পেশ করেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা ফকির মো নেহাল আহমেদ আতেকী সাহেব জৈনপুরী।
মাহফিল শেষে সকলের নিকট তাবারুক অত্যন্ত সু-শৃঙ্খল ভাবে পরিবেশন মাহফিল এন্তেজামিয়া কমিটির।
বার্তা প্রেরক
মো.হারুনুর রশিদ
কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি
০১৮৩৪৫২৫৫৯১