1. admin@onakanthirkantho.com : admin :
  2. editor1@raytahost.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. banhlarodikar69@gmail.com : Manun Mahi : Manun Mahi
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বিরামপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ১৭

  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৭১ বার পঠিত

বিরামপুর (দিনাজপর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানামূলে, জুয়াড়ী ও মাদক সেবিসহ ১৭ জন গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে উপজেলার ভগবতীপুর, ইসলামপাড়া, কাটলা, মির্জাপুর খয়েরবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার মাদক সেবনের দায়ে ১ জনকে দুই মাসের কারাদন্ড দিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, এনজিআর মামলা নং ৪৪৮/২২ এর ১। আসামী মোঃ ইসলাম আলী (৫০), পিতা-মৃত ছমির উদ্দিন, ২।মোঃ আকতারূল ইসলাম (২৫), পিতা-মোঃ ইসলাম আলী, ৩। মোছাঃ কমেলা বিবি (৪০), স্বামী- মোঃ ইসলাম আলী, সর্বসাং- ভগবতীপুর, জিআর ১২২০/১৮ এর আসামী ৫। মোঃ শাহিনুর (২০), পিতা-মকবুল, সাং-কাটলা। ধানহাটির মোড়, জুয়া আইনে রুজুকৃত বিরামপুর থানার মামলা নং-০১, তাং- ০৩/০৩/২০২৩ এর আসামী ৬। মোঃ আনিছুর রহমান (৩৪), পিতা-মোঃ মমতাজ আলী, সাং-জোতমাধব, ৭।মোঃ মিলন (৩৪), পিতা-মাজহার আলী, সাং- জোতমাধব, ৮। মোঃ মোস্তফা (৪২), পিতা-চানমিয়া মন্ডল, সাং-খয়েরবাড়ি মির্জাপুর, ৯। মোঃ জহুরুল (৩৬), পিতা- মোঃ তাহের, সাং-জোতমাধব, ১০। মোঃ জাহাঙ্গীর আলম (২৫), পিতা- সইদুল ইসলাম, সাং-খয়েরবাড়ি মির্জাপুর, ১১। মোঃ সানোয়ার হোসেন (৩১), পিতা- মৃত আঃ মজিদ, সাং-খয়েরবাড়ি, ১২। মোঃ জাহিদ হাসান (২৮), পিতা-মোঃ আঃ খালেক, সাং- শাহাজাদপুর ১৩। মোঃ শুটকু (৬০), পিতা- মৃত নঈম উদ্দিন, সাং-শাহাজাদপুর ১৪। মোঃ নাজমুল (৫০), পিতা-মোজাহার, সাং- জোতমাধব, ১৫। মোঃ বেলাল হোসেন (৩৫), পিতা-মোঃ আলেফ মিয়া, সাং- খয়েরবাড়ি মির্জাপুর, ১৬। মোঃ আঃ লতিফ (৪০), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং- বেড়াখাই (মুকুন্দপুর), ১৭। ভোলা (৪০), পিতা- মৃত ইব্রাহীম, সাং-পূর্ব জগন্নাথপুর।

ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত হলেন, পৌর শহরের ইসলামপাড়া মহল্লার মৃত শাহাদ আলীর ছেলে মোঃ শামীম।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, শুক্রবার সকালে গ্রেফতার আসামীদের দিনাজপুর আদালতে প্রেরণ এবং ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত আসামীকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © 2019
Design by Raytahost