শাহারিয়া হাসান শুভ’র ‘মানতে পারি না’

রিয়েল তন্ময়
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৭২ বার পঠিত

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন শাহারিয়া হাসান শুভ। এবছর তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’-এর সহকারী পরিচালক ছিলেন তিনি। তরুণ এই নির্মাতা এবার নির্মাণ করেছেন একটি মিউজিক্যাল ফিল্ম। টিএমএল মিউজিকের ব্যানারে নির্মিত ‘মানতে পারি না’ শিরোনামের গানটি সম্প্রতি একটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। মৌমিতার কথায় গানটির সঙ্গীত আয়োজন করেছেন টিএমএল নিজেই। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন টিএমএল। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাদিয়া মাহি।

ভিডিওটি নিয়ে বেশ উচ্ছ্বসিত শুভ। তিনি বলেন, সবার সহযোগিতায় নতুন একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হয়েছি। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর