পবিত্র লাইলাতুল বরাত দেশ জুড়ে জাকের পার্টির কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাকের পার্টি আজ মঙ্গলবার সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত উদযাপন করছে।

একই সাথে বিশ্ব বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ এবং বিশ্ব আবির্ভাব মঞ্জিল পাকুরিয়া পাক দরবার শরীফে যথারীতি মাগরিব ওয়াক্ত থেকে শুরু হবে লাইলাতুল বরাতের অনুষ্ঠানমালা।

লাইলাতুল বরাতে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বিশ্ব বেছালত মঞ্জিলে অবস্থান করছেন।

বিশ্বব্যাপী বিরাজমান নানা সংকট ও অনিশ্চয়তার মুখে দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনায় জাকের পার্টি আজ দেশ জুড়ে থানা, উপজেলা ও পৌরসভা পর্য্যায়ে ইসলামী সন্মেলনের আয়োজন করেছে।

মাগরিব নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে লাইলাতুল বরাত উদযাপনের অনুষ্ঠানমালা।

দলীয় নেতা, কর্মী, সমর্থক,শুভানুধ্যায়ী এবং শান্তিকামী মুমীন মুসলমান অনুষ্ঠানে শরীক হবেন।

দেশ জুড়ে ইসলামী সন্মেলনে আজ রাতব্যাপী ওয়াক্তিয়া নামাজের সাথে নফল এবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরকাবা মোশাহেদা, জেকের আসকার, পবিত্র রজনীর তাৎপর্য্য আলোকপাত করে ওয়াজ নসিহত এবং সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠার তাগিদ জানানো হবে সন্মেলন থেকে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর