1. admin@onakanthirkantho.com : admin :
  2. banhlarodikar69@gmail.com : Manun Mahi : Manun Mahi
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ আফরুজা বারীর মনোনয়ন পত্র জমা বিরামপুরে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ ৪৫ তম বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন সোনাগাজীতে নৌকার প্রার্থী আবুল বাশার’র মতবিনিময় সভা অনুষ্ঠিত। নির্বাচন বানচালে পুরোনো খেলায় মেতেছে বিএনপি – খুলনা-১ এর আ’লীগের মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল। দ্বাদশ সংসদ নির্বাচনে জাপার মনোনীত প্রার্থী সাজ্জাদ রশিদ’র মনোনয়ন সংগ্রহ চাঁদপুর-১ আসনে বিদ্রোহী প্রার্থী ঘোষণা মো.গোলাম হোসেন নির্বাচন বানচালে পুরোনো খেলায় মেতেছে বিএনপি – খুলনা-১ এর আ’লীগের মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল। সংসদীয় আসন ৯৯, খুলনা -১ অঞ্চল থেকে ননী গোপাল মন্ডন আ’লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ কান্তজিউ মন্দিরে রাস উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এডিসি (সার্বিক) চাঁদপুরে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী

ইদ্রিস-মাহবুবু’র অবৈধ সম্পদ ও নানা অপরাধে শীর্ষ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

অবৈধ সম্পদে আঙ্গুল ফুলে কলা গাছ,ভূমিদস্যু সন্ত্রাসী মারামারি অপকর্ম সরকারি সম্পত্তি আত্মসাৎ বেয়াদখল পরোয়ানা ভুক্ত গ্রেফতার ও সাজাপ্রাপ্ত নানা বেআইনি কর্মকাণ্ড ও অপরাধে পুলিশের ক্রাইম লিষ্টের তালিকায় ইদ্রিস মোল্লা ও মাহবুবুর রহমান।

কাগজপত্র জাল করে এবং গাজীপুর জেলার একাধিক গুণ্ডা বাহিনীকে হাতে রেখে উক্ত সব অপকর্ম চালাচ্ছে-তারা।
অসহায় মানুষের ভূমি দখল করতে তারা যে কোন অপরাধ প্রয়োজনে খুনও করে থাকে-অভিযোগ পাওয়া যায়।

তাদের উক্ত অপকর্মে সহযোগীতা করছে-গাজীপুরের কয়েকজন অসাধু ভূমি কর্মচারী ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা।
দৈনিক খালি পকেটে ঘুড়ে ভিক্ষা করে যাদের জীবন কাটতো-তারা এখন সমাজের ভক্ষক,সমাজের নিরীহ মানুষের সম্পদ অবৈধ ভাবে দখল করে-গড়ে তুলেছে অবৈধ সম্পদ,তারা হলেন-গাজীপুরের ইদ্রিস মোল্লা ও মাহবুবুর রহমান।

ভুক্তভোগীরা বলেন, অপরাধীরা তাদেরকে এলাকার আধিপত্য কর্তৃত্ব ক্ষমতার ছত্রছায়ায় সুকৌশলে প্রশাসনের ধরাছোঁয়ার নাগালের বাইরে রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলেই চলে হামলা মামলা প্রাণ নাশের হুমকি।

পুলিশকে সার্থসুবিধা দিয়ে জায়গা ভাগে অংশীদার করে। পুলিশ তাদের হাতে। ভুয়া কাগজপত্রে উক্ত জমি দিয়ে বিভিন্ন বাংক থেকেও লোন নিয়েছে মাহবুব।

সামনে নির্বাচনকে কেন্দ্র করে বেহিসাবে টাকা ছিড়াচ্ছেন, নতুনভাবে মরিয়া হয়ে। কৌশলে করছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার । ১লাখ বছরে ইনকম হলে এক দেড়শ কোটি টাকর মালিক কিভাবে হয়? একাধিক, বাড়ির মালিক,সরকারি জমিতে বাড়ী-কলোনী বানাইয়া মাসে তুলছে ১০/১২লাখ টাকা। সাইফুদ্দিন ইদ্রিমমোল্লা ২ভাই এসব কর্মকান্ডে লিপ্ত রয়েছেন বলে ভুক্তভোগের কথায় জানা যায়।

তাদের বিরুদ্ধে কাশেমপুর থনায় অভিযোগ নেই না? কোনাবাড়ী থানা জোনে কিছু জমি পড়ছে। ব্যাংক থেকেও তারা অনিয়ম অবৈধভাবে লোন নিয়েছে। ব্যাংকে বিষয়টি অবগত করেছি। অতচ,তারা কোনোভাবেই ওই জায়গার মালিক না। ২০০৩-০৮ইং সালে জবাবদিহিতা ছিল না।সেই সুযোগে একতরফাভাবে তারা যেমনি পারে যারতার নামে জাল জালিয়াতি করে দলিল সৃষ্টি করে মালিক দাবি করছে, বেআইনিভাবে।তারা বলে প্রয়োজনে পুলিশকে জায়গা দান করবে। পুলিশ আমাদের হাতে। টাকা ও কক্ষতার জোরে তারা যা বলে তাই হবে।

জনমনে আইন শৃংঙ্খলা বিচারে প্রতি ইতিবাচক মনোভাব গণমানুষের আস্থা সক্রিয়তায় হোক ন্যায় বিচারক অধিকার বাস্তবায়ন। উক্ত বিষয়ে সারেজমিনে তদন্তপূর্বক নিরপেক্ষ সত্য প্রকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুনজর জোরদাবি ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে অপরাধ করে যাওয়া অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক সব দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে-গাজীপুরে সুন্দর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান-গাজীপুরের সুশীল সমাজ-জিএমপি(গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) এর প্রতি।
নিউজের সকল তথ্য ছবি সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক থেকে সংগৃহীত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © 2019
Design by Raytahost