গোদাগাড়ীতে পৌনে ১ কোটি টাকার হেরোইন-সহ মাদক কারবারি গ্রেফতার

আকাশ সরকারঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩০ বার পঠিত

আকাশ সরকার , রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে পৌনে ১ কোটি টাকার হেরোইনসহ মোঃ ওয়াসিকুল (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (১৯ মার্চ) দিনগত রাত ২টায় গাদাগাড়ী থানার মেডিকেল মোড় কোকরাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭২৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার বসত ঘর থেকে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ ওয়াসিকুল। সে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শাহজাহানপুর, ইউনিয়নের ডোটা পাড়া গ্রামের মোঃ মোস্তফার ছেলে।
রবিবার সকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি জানায়, সে একজন পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত হেরোইন বিক্রয়ের জন্য নিজ সংগ্রহ করে রেখেছিলো।
এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর