চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল চোখের ও শারীরিক চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুর অবস্থান করছেন। ইতোমধ্যে তার বাম চোখের অপারেশন হয়েছে। অপারেশনের পর তিনি চোখে আগের চেয়ে ভাল দেখছেন বলে জানিয়েছেন। চোখের অপারেশনের পর গত ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা ছিল। তবে শারিরীক অন্যান্য চেকআপের জন্য তাকে আরও কয়েকদিন সিঙ্গাপুর থাকতে হবে। চেকআপ শেষে ৯ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন। শারীরিক এই চিকিৎসার মধ্যেই গত ৬ এপ্রিল ছিল ডিপজলের জন্মদিন।
সিঙ্গাপুর থেকে তিনি জানান, শারীরিক চেকআপের মধ্যেই সময় পার হয়েছে। আমি ঘটা করে কখনোই জন্মদিন পালন করি না। দেশে থাকতে আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে আয়োজন করে। সেখানে আমাকে উপস্থিত থাকতে হয়। তবে এবার শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর থাকায় এ ধরনের আয়োজন সম্ভব হয়নি। আমার সময় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা ফোন করে, ম্যাসেঞ্জারে শুভেচ্ছা জানিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার ভক্ত ও সকলের কাছে দোয়া চাই, যাতে মহান আল্লাহ আমাকে সুস্থ করে দেন এবং দেশে ফিরে যেতে পারি।
Leave a Reply